নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে ধর্ষণ ও
নারী হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতনের ট্রাইব্যুনালের বিচারক মো: গোলাম
রব্বানী আজ বিকালে প্রকাশ্য আদালতে মো: সুলতান মিয়া, শরীফুল ইসলাম শরীফ ও
উসমান মিয়াকে ৩০২/২০১ ও ৩৪ ধারার বিধানমতে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের
আদেশ প্রদান করেন। এছাড়াও ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ডসহ উভয়কে আলাদা
আলাদাভাবে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষের
স্পেশাল পি.পি রীনা দেবনাথ জানায়, ২০১৫ সালের ১ ফেব্রুয়ারী রাতে ভিকটিমকে
আসামীরা ধর্ষন করে হত্যা করে। এ ব্যপারে ভিকটিমের নিকটাত্মীয়রা থানায় মামলা
করলে থানা পুলিশ আসামীদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করে ২৪ জন স্বাক্ষীর
স্বাক্ষ্য প্রমানে দোষী প্রমানিত হওয়ায় আদালত আজ এ রায় প্রদান করেন। এসময়
রায় শুনার জন্য আদালত প্রঙ্গনে শত শত লোক ভীড় করে। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন স্পেশাল পি.পি. রীনা দেবনাথ ও আসামীপক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট তৌহিদা আক্তার লাভলী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন