রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

জাপার চেয়ারম্যান এরশাদের সুস্থতা কামণায় পলাশে দোয়া মাহফিল



পলাশ সংবাদদাতাঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লি বন্ধু হোসেন মুহাম্মদ এরশাদের সুস্থতা কামণা করে নরসিংদীর পলাশ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার ওয়াপদা নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার মুসল্লিদের নিয়ে এ দোয়া মোনাজাত করা হয়। ঘোড়াশাল পৌরসভা জাতীয়
ছাত্রসমাজের আহব্বায়ক সুমন মোল্লার সভাপতিত্বে দোয় মোনাজাতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, কেন্দ্রীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জয়, পলাশ উপজেলা জাপার সভাপতি জাকির হোসেন মৃধা,  পৌর সভাপতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সাত্তার খন্দকার, জাতীয় যুব সংহতির যুগ্ন সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা জাপা নেতা অ্যাডভোকেট মোকারম হোসেন, কৃষক পার্টিও সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
উল্লেখ্য যে, গত কিছুদিন যাবত জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মুহাম্মদ এরশাদ হার্টের সমস্যায় সিঙ্গাপুরে চিকিৎসায় রয়েছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন