আজ রবিবার শান্তিপুর্ণ ও উৎবস মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত জনতা জুট মিলের ২৩ তম সিবিএ নির্বাচন। রবিবার সকাল সকাল ৬টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিন ভাবে চলে ভোটের কার্যক্রম। মিলের ৫ হাজার ৬শত ৫৮ জন ভোটার দিনব্যাপি তাদের পছন্দের প্রার্থিদের ভোট প্রদান
করেন। এবারের নির্বাচনে ১৫টি কেন্দ্রর ৬০টি বুথে একযোগে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ৯টি পদে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। এর মধ্যে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্ধিতা করে। সর্বশেষ তথ্য মতে সভাপতি পদে মোঃ জাকির হোসেন তার নির্বাচনী প্রতিক গোলাপ ফুল মার্কায় অনেকটা এগিয়ে আছে বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন