জাহিদুল ইসলাম জাহিদ, নিজেস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালীগঞ্জে টর্চ লাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিন জন। আহতের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজন রয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যায় উপজেলা জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে। এ ঘটনায় আহতদের পরিবার কালীগঞ্জন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, মোঃ হানিফ আকন্দ (৫২) নামে এক ব্যাক্তি ওই
দিন মাগরিবের নামজ পড়ে কাজী বাড়ির দক্ষিণ পাশ দিয়ে অন্ধকারে টর্চ লাইটের আলো জ¦ালিয়ে যাওয়ার সময়, স্থানীয় ফরহাদ শেখের চোখে টর্চ লাইটের আলো পড়ে। এতে দুই জনের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে দুই জনই মারামারিতে লিপ্ত হয়। তখন হানিফ আকন্দকে বাচাতে তার বোন লতিফা বেগম (৫৫) এগিয়ে গেলে তাকের মারধর করে আহত করে ফরহাদ শেখ। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় হানিফ আকন্দের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা পরিদর্শন করে এসআই আব্দুর রহমান বলেন, টর্চ লাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন