বুধবার, ২১ মার্চ, ২০১৮

পলাশে নির্বাচন অফিসে চলছে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য




জাহিদুল ইসলাম জাহিদ, নিজেস্ব প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার নির্বাচন অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ বাণিজ্য। জাতীয় পরিচয়প্রত্রের সংশোধণ করা ও নতুন ভোটার আইডির খসড়া কাগজের জন্য নেয়া হচ্ছে শতাধিক টাকা। আর এসব টাকা প্রকাশ্যে আদায় করছেন নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মফিজুল হক। এক একটি আইডি কার্ডের খসড়া কাগজ তুলতে ১১০ টাকা থেকে ২০০ টাকা করে আদায় করছেন সাধারণ ভোটারদের কাছ থেকে। এছাড়া জাতীয় পরিচয় প্রত্রের ভুল সংশোধণে ১ হাজার থেকে ১০ হাজার টাকাও আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। পলাশ নতুন বাজার
এলাকার আল-আমিন নামে এক ব্যক্তি জানান, আমার ও আমার স্ত্রীর ভোটার আইডি কার্ডের খসড়ার কাগজ তুলতে নির্বাচন অফিসে যাই। পরে অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মফিজুল হক আমার কাছে দুইটি আইডি কার্ডের খসড়ার জন্য ১১০ টাকা করে ২২০ টাকা নেয়। টাকার নেওয়ার বিষয়টি জিজ্ঞাস করলে তিনি জানান এটা অফিসের নিয়ম। সবার কাছ থেকেই এই কাজের জন্য টাকা নেওয়া হচ্ছে। পরে ২২০ টাকা দিয়ে খসড়ার কাগজ সংগ্রহ করি। অপরদিকে পলাশ ভাড়াড়িয়া পাড়া গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি জানান, নির্বাচন অফিসে আমার ভোটার আইডি কার্ডের বয়স সংশোধণের জন্য গিয়ে ছিলাম। তারা আমার কাছে দশ হাজার টাকা খরচের কথা জানায়। পরে আমি নিজেই ঢাকায় গিয়ে আইডি কার্ডের সংশোধণ করে আনি।
এব্যাপারে পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবাইদা খাতুন জানান, খসড়া কাগজের জন্য একসময় অফিসের লোক কিছু টাকা নিতো। কিন্তু এখন তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন অফিসের কোন ব্যক্তি আর্থিক লেনদেনে মাধ্যমে কোন কাজ করলে অভিযোগের ভিত্তিত্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন