সোমবার, ১৯ মার্চ, ২০১৮

পলাশে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌরসভার বালুচর পাড়া নামক গ্রাম থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ মিয়া বালুচর পাড়া
গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে। পলাশ থানা সুত্রে জানা যায়, আটককৃত সোহাগ মিয়া দীর্ঘদিন যাবত ইয়াবা সেবনসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই মীর সোহেল রানা ৩২ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, আটককৃত সোহাগ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন