বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

মাকে নির্যাতন করা সেই ২ ছেলে জেলহাজতে - পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদন


জাহিদুল ইসলাম জাহিদ, নিজেস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ওয়াপদা গেইট (নতুন বাজার) এলাকায় কুসুম বেগম নামে এক মায়ের উপর ২ ছেলের অমানবিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত আল-আমিন ও বেলায়েত হোসেন নামে দুই ছেলেকে আটক করেছে পলাশ থানা পুলিশ। আটকের পর তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। এছাড়া তাদের অধিকতর জিজ্ঞাসাবাদে পুলিশের পক্ষ থেকে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। গত বুধবার দুপুরে তাদের মায়ের
দেওয়া অভিযোগের ভিত্তিত্বে পলাশ থানার এসআই মীর সোহেল রানা আল-আমিনকে আটক করে। অপর অভিযুক্ত আসামী বেলায়েত হোসেনকে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা আটক করে। উল্লেখ যে, নির্যাতিত মা কুসুম আক্তার মঙ্গলবার রাতে পলাশ  থানায় দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পরে পলাশ থানার এসআই মীর সোহেল রানা অভিযুক্ত ছেলে আল-আমিনকে আটক করে। এসআই মীর সোহেল রানা জানান, আল-আমিন ও বেলায়েতের বিরুদ্ধে তাদের মা থানায় অভিযোগ দায়ের করার পর ওসি স্যার বিষয়টি তদন্ত করার জন্য আমাকে দায়িত্বভার দেয়। তিনি আরো বলেন, আমি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে সাথে সাথে আল-আমিনকে আটক করি। বেলায়েত হোসেনকে তখন পাইনি। তিনি বলেন, নির্যাতিত মা কুসুম বেগমের স্বামী  ফজলুল হক মারা যাওয়ার পর ফজলুল হকের ব্যবসা প্রতিষ্ঠানের দখল ও বাড়ির জমির দলিলপত্র ছেলেরা চুরি করে নিয়ে যায় এবং ওই ব্যবসা প্রতিষ্ঠান ও জমিজমা ভোগদখল করার জন্যই মায়ের উপর এমন অমানবিক নির্যাতন চালায় ছেলেরা। জমিজমার কাগজপত্র ও ব্যবসা প্রতিষ্ঠানের জোরপূর্বক দখলের সঠিক রহস্য উদ্ঘাটনের জন্য আল-আমিন ও বেলায়েত হোসেনকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছি। 
এব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, নির্যাতিত মা কুসুম বেগমের মামলায় আল-আমিন ও বেলায়েত হোসেনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন