বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পলাশে গণনাটক প্রদর্শন



পলাশ প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় বাল্য বিবাহ বন্ধ ও ইভটিজিং বন্ধে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে গণনাটক প্রদর্শীত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার পরিষদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে ব্র্যাকের
উদ্যোগে এই গণনাটকটি প্রদর্শীত হয়। কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। গণনাটক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, ব্র্যাক এফ ও সি ইপি কর্মকর্তা সাহারা বানু, ব্র্যাক ওয়াস কর্মকর্তা নাহিদা আক্তার, ঘোড়াশাল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনাজ আক্তার, সুরাইয়া বেগমসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন