![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjidiHjqjYAvTKVmR7JNFuSwjumBmvqqltHIKViF7GbZuXqLKXhyphenhyphenA9Zo8gP82rtc2SwLXCtcIDJWyIllV6Kn-CVuNbX2pOUsp2mGFAtTGpBBTIYmRSTCnrJZ85eZAsXyOx-1ejFXTrI32Q/s320/PALASH+26-3-018.jpg)
সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের সূচনা শুরু হয়। পরে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে এক কুঁচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ২ আসনের সংসদ