নরসিংদী জেলা জাসদের সভাপতি জায়েদুল কবির এর নেতৃত্বে
পলাশ উপজেলা যুবলীগের কর্মীদের উপর সন্ত্রাসী হামলা ও প্রকাশ্যে গুলি বর্ষণ
করা হয়।আজ রবিবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকায়(কাবিলা সড়কে)এই ঘটনা ঘটে।জানা
যায়-করতাতৈল স্কুল মাঠে জেলা জাসদ এক কর্মী সভা ডাকে,সেখানে যাওয়ার পথে
রাস্তায় যুবলীগের কয়েকজন নেতা কর্মীদের দেখেই
জাসদ নেতা কর্মীরা উত্তিজীত হয়ে পড়ে তাদের উপর অতর্কিত হামলা চালান।এবং
প্রকাশ্যে তাদের উপর গুলি বর্ষণ করেন জেলা জাসদ সভাপতি জায়েদুল কবির।এতে ১০
জন যুবলীগের নেতা কর্মী আহত হন।এই ব্যাপারে পলাশ থানায় যুবলীগের পক্ষ থেকে
অভিযোগ দায়ের করেন।এদিকে আগামিকাল বিকাল ৪ টায় জাসদের হামলার প্রতিবাদে
পলাশ বাস স্টেশন এলাকায় এক প্রতিবাদ সভার আহবান করেছে পলাশ উপজেলা যুবলীগ।
সূত্রঃ- মাহাবুব সৈয়দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন