জাহিদুল ইসলাম জাহিদ, নিজেস্ব প্রতিবেদকঃ
হত্যা, অস্ত্র, ডাকাতি ও ছিনতাই মামলা সহ একাধিক মামলার আসামী ৫ বছরের সাজাপ্রাপ্ত চাকু মিলন (২৮) নামে এক শীর্ষ সন্ত্রাসী ও ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান (২২) ও টুটুল মিয়া (২১) নামে তিন জনকে আটক করেছে পলাশ থানা পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ঘোড়াশাল
মিয়া পাড়া নামক গ্রামের ফজলুল মিয়ার ছেলে মিলন (চাকু মিলন) ও ঘোড়াশাল টেক পাড়া নামক গ্রামের রাজু মিয়ার ছেলে ইমরান এবং একই গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে টুটুল মিয়া। পলাশ থানা সুত্রে জানা যায়, ডাকাতি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত, হত্যা ও ছিনতাই মামলা সহ একাধিক মামলার আসামী চাকু মিলন ও ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরা এবং টুটুল মিয়াকে বুধবার দুপুরে থানার এসআই এ.বি. সিদ্দিকের নেতৃত্বে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে পলাশ থানার ওসি সাইদুর রহমান জানান, ডাকাতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী চাকু মিলন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। চাকু মিলনের বিরুদ্ধে আরো ছয়টি মামলা আদালতে বিচারাধীন। ইয়াবা সহ আটককৃত ইমরান ও টুটুল মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আগেরও মাদক মামলা রয়েছে। ইমরান ও টুটুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন