নিজেস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর পলাশে যৌতুকের টাকা না পেয়ে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূকে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। আগুনে তানজিনার শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে নরসিংদীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তান পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গৃহবধূর মা রাবেয়া বেগম শুক্রবার সকালে পলাশ থানায় মেয়ের স্বামী, শ্বশুর শাশুড়িসহ ৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ ওই গৃহবধূর স্বামী ওমর সানি (২৫) ও শ্বশুর শিপন মিয়া (৪৫) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন । ওমর সানি সান্তান পাড়া গ্রামে অবস্থিত ক্যাপিটাল পেপার মিলে শ্রমিকের কাজ করতেন।
জানা যায়, গত দুই বছর পূর্বে ঘোড়াশাল পৌরসভার ঘাগড়া গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে তানজিনা আক্তারের সঙ্গে ডাঙ্গা ইউনিয়নের সান্তান পাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে ওমর সানির সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই বাপের বাড়ি থেকে ব্যবসা করার জন্য টাকা এনে দেওয়ার দাবি করেন তানজিনার শ্বশুরবাড়ির লোকজন। মেয়ের সুখের জন্য ঋণ করে ৫০ হাজার টাকাও দেয় তানজিনার মা। সংসার জীবনে ৯ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের। সম্প্রতি ২ লাখ টাকা যৌতুক চাইলে তানজিনার পরিবার টাকা দিতে না পারায় গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন শুরু করে তারা।
গৃহবধূ তানজিনা আক্তারের মা রাবেয়া বেগম জানান, যৌতুকের টাকার জন্য শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই আমার মেয়ের ওপর নির্যাতন করত। নির্যাতনের হাত থেকে মেয়েকে রক্ষায় গত কয়েক মাস আগে ঋণ করে তার স্বামীকে ৫০ হাজার টাকা দেই। কিন্তু তারা আবারও ২ লাখ টাকা যৌতুকের জন্য মেয়ের ওপর নির্যাতন শুরু করে। তাদের দাবিকৃত টাকা না দিতে পারায় বৃহস্পতিবার রাতে আবারও তানজিনার স্বামী ওমর সানি, শ্বশুর শিপন মিয়া, শাশুড়ি শাহানাজ বেগম ও ফুফু শাশুড়ি রুজিনা আক্তার তাকে বেদম মারধর করে। একপর্যায়ে তানজিনা অজ্ঞান হয়ে গেলে তারা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তানজিনার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে পলাশ থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, এ বিষয়ে নির্যাতিত গৃহবধূর মা রাবেয়া বেগম বাদী হয়ে তানজিনা আক্তারের স্বামী ও শ্বশুরসহ চার জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামী ওমর সানি ও শ্বশুর শিপন মিয়াকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামীদের আটকে অভিযান চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন