বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

পলাশে জমি কিনে মেম্বার কর্তৃক হয়রানির শিকার ইজি ফ্যাশন

নিজেস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চার একর জমি কিনে হয়রানির শিকারে পড়েছেন দেশের সুনামধন্য প্রতিষ্ঠান ইজি ফ্যাশন হাউজ। প্রতিষ্ঠানটির ক্রয়কৃত সম্পত্তির দাতা গনের উত্তরাধিকার সনদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষরের একমাস পর তা জালিয়াতি হয়েছে বলে একটি ভুয়া অভিযোগ দায়ের করেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (৪ নং ইউপি সদস্য) মো: জালাল উদ্দিন। গত ১৭ এপ্রিল তিনি পলাশ থানায় অভিযোগটি দায়ের করেন। এতে আসামী করা হয় ইজি ফ্যাশন মালিক আসাদ চৌধুরী, তার দুই ভাই ইসহাক চৌধুরী ও তৌহিদ চৌধুরীসহ প্রতিষ্ঠানটিতে জমি বিক্রেতা ১০ জনের বিরুদ্ধে।

বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

পলাশে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩



জাহিদুল ইসলাম জাহিদ, নিজেস্ব প্রতিবেদকঃ
হত্যা, অস্ত্র, ডাকাতি ও ছিনতাই মামলা সহ একাধিক মামলার আসামী ৫ বছরের সাজাপ্রাপ্ত চাকু মিলন (২৮) নামে এক শীর্ষ সন্ত্রাসী ও ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান (২২) ও টুটুল মিয়া (২১) নামে তিন জনকে  আটক করেছে পলাশ থানা পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ঘোড়াশাল

রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

পলাশে জুয়া খেলার প্রতিবাদ করায় গৃহবধূকে গলাটিপে হত্যা- স্বামী আটক



শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফারুক মিয়া উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামের ফালু মিয়ার ছেলে। এর আগে শনিবার বিকেলে নিহত ওই গৃহবধূর ময়না তদন্তের রিপোর্ট

শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

যৌতুকের জন্য স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন স্বামী- শ্বশুর আটক




নিজেস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর পলাশে যৌতুকের টাকা না পেয়ে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূকে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। আগুনে তানজিনার শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে নরসিংদীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

পলাশে যুবলীগ কর্মীদের উপর জাসদ সভাপতির সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণ।



 তাজা খবর ডেক্সঃ:-
নরসিংদী জেলা জাসদের সভাপতি জায়েদুল কবির এর নেতৃত্বে পলাশ উপজেলা যুবলীগের কর্মীদের উপর সন্ত্রাসী হামলা ও প্রকাশ্যে গুলি বর্ষণ করা হয়।আজ রবিবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকায়(কাবিলা সড়কে)এই ঘটনা ঘটে।জানা যায়-

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

পলাশে নদীতে ডুবে স্কুল ছাত্রের করুণ মৃত্যু




বাইজিদ আহাম্মেদ, পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মিয়াদ আহম্মেদ (১১) নামে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবরী দল পলাশ বাগপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। নিহত মিয়াদ আহম্মেদ জনতা জুটমিলের উৎপাদন বিভাগের কর্মকর্তা বদরুল আহম্মেদের ছেলে।
সে জনতা আদর্শ বিদ্যানিকেতন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।