বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

মাধবদীতে বাবার হাতে শিশুকন্যা খুন




জাহিদুল ইসলাম জাহিদ,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদীতে বাবার হাতে ৫ বছরের এক শিশুকন্যা খুনের ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকাবাসী ঘাতক শফিকুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মাধবদীর কাঠাঁলিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম তার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে মৈষাদী গ্রামের শ^শুর বাড়িতে
থাকতেন। মঙ্গলবার রাতে সন্তানদের সাথে ঘুমাতে গিয়ে ৫ বছরের ঘুমন্ত শিশু কন্যা চুমকিকে গলায় রশি পেচিয়ে শ^াসরোধে হত্যা করে। এসময় পাশে ঘুমন্ত আরেক শিশু কন্যা লাভলীকেও হত্যা করার চেষ্টা করলে তার আত্মচিৎকারে স্ত্রী রোকসানা বেগম উঠে আসলে শফিকুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় এলাকাবাসী ঘাতক শফিকুল ইসলামকে আটক করে পুলিশে দেয়।
মাধবদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, শিশুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পারিবারিক সমস্যার কারণে সন্তানকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে স্বী





কারুক্তি দিয়েছেন আটককৃত শফিকুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন