বাইজিদ আহাম্মেদ, পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সহযোগি সংগঠন আলোকিত বন্ধু ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। বন্ধু ফোরাম ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে পলাশ উপজেলা আলোকিত বন্ধু ফোরামের পক্ষ থেকে দিব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল পৌরসভার ওয়াপদা গেইট এলাকা থেকে এক আনন্দ র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আলোকিত বন্ধু ফোরামের সভাপতি নূরে-আলম রনির সভাপতিত্বে
কেক কাটা ও এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আলোকিত বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক মো. আল-আমিন মিয়ার পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিএফএ এর পরিচালক ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ¦ শরিফুল হক শরিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস.এম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মৃধা, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. লাল মিয়া, জিনারদী ইউনিয়নের ইউপি সদস্য হাফিজুল হক প্রমুখ। সভা শেষে মধ্যান্যভোজ করা হয়। পরে বিকালে বন্ধুদের নিয়ে শিক্ষামূলক প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন বিজয়ী বন্ধুদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন