বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

নরসিংদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক একজন



জাহিদুল ইসলাম জাহিদ, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর ব্রাহ্মন্দী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সাদেক নামে একজনকে গ্রেপ্তার  করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে পৌর ব্রাহ্মন্দী এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। সাদেক বাদুয়ারচর এলাকার আলাউদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহর ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী সাদেক মিয়া পালানোর চেষ্টা করে। পরে তাকে ঘেরাও করে গ্রেপ্তার করতে স¶ম হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন