পলাশ থেকেঃ
নরসিংদীর পলাশ উপজেলার পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গত ৪ জানুয়ারী থেকে চলছে ৪ দিনব্যাপী তাফসিরুল কুনআন মাহফিল । ক্বিবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের আয়োজনে ৪ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল এর ২য় দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোড়ন সৃষ্টিকারী ডা, সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম,নলছিটি) বক্তার ব্যক্তবের সময় হাজারো নারী-পুরুষের ঢল দেখাগেছে। আল-কুরআনের আলো সবার ঘরেই জ্বালবে এই আশা নিয়ে ক্বিবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের আয়োজনে এবার ৫ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠান চলছে। আগে কখনো পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে আল-কুরআনের উপর আলোচনা হয়নি। ৫ বছর ধরে পলাশ শিল্পাঞ্চল কলেজ মাঠে আল-কুরআনের উপর আলোচনা হচ্ছে। তাই এলাকার হাজারো মানুষের শ্রদ্ধা ও দোয়া রয়েছে, ক্বিবলা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা মো, কেফায়েত উল্লাহ”র প্রতি। পলাশ নতুন বাজার ও পলাশ বালুচর পাড়ার অনেকের সাথে কথা বলে জানা যায়, গত পাঁচ বছর যাবত কেফায়েত উল্লাহ”র নিজ অর্থায়নে খুব বড় করে তাফসিরুল কুরআনের আয়োজন করছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন