রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

পলাশে উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ




পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে উপজেলার সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে পলাশের সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন পলাশ পাইলট উচ্চ বিদ্যালয় ও চরসিন্দুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করে শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলোমগীর হোসেন। এদিকে উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য সৈয়দ জাবেদ হোসেন। এই সময় স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম ও আশাদউল্লাহ মনা সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে ঘোড়াশাল পৌরসভা মেয়র মোঃ শরীফুল হক ঘোড়াশাল নূর-মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন