নূরে-আলম রনী,
নরসিংদীর পলাশ উপজেলার উন্নয় মেলায় শ্রেষ্ঠ পুরুস্কার পেলেন নারী উন্নয়নে বিশেষ ভূমিকা পালনকারী সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। মেলার নির্বাচকরা সেরা আলোচিত সংস্থা হিসেবে সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রকে
প্রথম স্থান অধিকারী হিসেবে নির্দারণ করেন। এ উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শেষ দিন বুধবার পলাশের সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন পলাশ আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে নারী উন্নয়নে বিশেষ ভূমিকা ও পলাশের সর্ব আলোচিত সংস্থা সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি নিগার সুলতানা কে শ্রেষ্ঠ পুরুস্কার তুলে দেন। উল্লেখ্য যে, সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র দীর্ঘদিন যাবৎ বিনা মূল্যে পলাশ উপজেলার নারীদের কর্মমূখী ও ¯^াবলম্বী হিসেবে গড়ে উঠার জন্য কাজ করে যাচ্ছে। সর্বশেষ তথ্যমতে এ কেন্দ্রে বিনামূল্যে শেলাই প্রশিক্ষণ নিয়ে উপজেলার পাঁচ শতাধিক নারীর ভাগ্য পরির্বতন করতে সক্ষম হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন