সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

পলাশে অপহরণের দেড় মাস পরেও উদ্ধার হয়নি ৯ ম শ্রেণীর-ছাত্র রোমান

পলাশ  থেকেঃ
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর হাই স্কুলের নবম শ্রেণীর-ছাত্র রোমান উজ্জামানকে অপহরণের দেড় মাস পরেও উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, গত ২৪/১১ /০১৬ ইং তারিখে বিকাল বেলা রোমানের বন্ধু অনিক (১৮) ও রাব্বি মিয়া (১৮) নামে দুই বন্ধু রোমানকে ব্যাডমিন্টন খেলার কথা বলে  নিয়ে যায়, তার পর থেকে আর বাড়ি যাওয়া হয়নি রোমানের। এদিকে রোমানকে উদ্ধার করার জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরছে রোমানের মা শাহিনুর বেগম। ছেলে হারা অসহায় শাহিনুর বেগম জানান, বহুদিন যাবত জমি-জামা নিয়ে আমার আপন দেবর শফিকুলজ্জামান ভূইয়ার সাথে শত্রæতা চলতেছে। কয়েক বছর আগে আমার ¯^ামী খাদেমুজ্জামান ভূইয়া ঢাকায় পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি করার অবস্থায় অসুস্থ হয়ে যায় এবং তখন আমার দেবর শফিকুলজ্জামান আমার ¯^ামীকে সুস্থ করার কথা বলে আমাদেরকে না জানিয়ে নিয়ে যায়। তার পর অসুস্থ ¯^ামীকে চিকিৎসার কথা বলে
আমার ¯^ামীর কাছ থেকে আমাদের জমি-জামা জোরপূর্বক দলিল করে নিয়ে যায়। এবিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের জানিয়েও বিচার পাইনি। থানায় মামলা করার চেষ্টা করেও অসুস্থ ¯^ামী ও ছেলে মেয়েদের প্রাণনাশের হুমকির কারণে জমি-জামা ফেরত পেতে আজও মামলা করিনি। এখন আমার কিনা জমির উপর লোভ পড়েছে শফিকুলের। বিভিন্ন সময় বিভিন্নভাবে বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য ভয় দেখিয়ে আসছে। অবশেষে আমার রতœ বড় ছেলে রোমানকে পরিকল্পনা করে অনিক ও রাব্বি মিয়ার সহযোগীতায় অপহরণ করিয়েছে শফিকুলজ্জামান। দেড় মাস হয়ে গেল ছেলেকে দেখি না। পলাশ থানায় ৩ জনকে আসামী করে একটি অপহরণ মামলা করার পরেও আসামীগণ বুক ফুলিয়ে এলাকায় ঘুরতেছে। আসামীগণ এলাকার প্রভাব ও শক্তিশালী থাকায় পুলিশও তাদেরকে ধরে না।  
এব্যাপারে অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, মামলার তদন্ত চলছে এবং আসামীদের আটক করার অভিযানও চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন