শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
যুবলীগের সম্মেলনকে সামনে রেখে পলাশে নেতা কর্মীদের মাঝে উৎসব
আল-আমিন মিয়া, বিশেষ প্রতিবেদকঃ
নরসিংদীর পলাশে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে আওয়ামীলীগের সকল সংগঠনের নেতা কর্মীদের মাঝে উৎসব আনন্দ দেখা যাচ্ছে। দীর্ঘ ১৩ বছর পর আসছে আগামী ২৩ শে জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আর সম্মেলনকে সফল ও ¯^ার্থক করতে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা আয়োজন। উপজেলাতে যুবলীগের ত্রি-বার্ষিক
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
পলাশের উন্নয়ন মেলায় শ্রেষ্ঠ আলোচিত পুরুস্কার পেলেন সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র
শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
তাফসিরুল কুরআন মাহফিল” পলাশে হাজারো মানুষের ঢল
পলাশ থেকেঃ
নরসিংদীর পলাশ উপজেলার পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গত ৪ জানুয়ারী থেকে চলছে ৪ দিনব্যাপী তাফসিরুল কুনআন মাহফিল । ক্বিবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের আয়োজনে ৪ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল এর ২য় দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোড়ন সৃষ্টিকারী ডা, সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম,নলছিটি) বক্তার ব্যক্তবের সময় হাজারো নারী-পুরুষের ঢল দেখাগেছে। আল-কুরআনের আলো সবার ঘরেই জ্বালবে এই আশা নিয়ে ক্বিবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের আয়োজনে এবার ৫ম বার্ষিক তাফসিরুল কুরআন
সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
সাংবাদিকদের দীর্ঘায়ু কামণায় পলাশ সংবাদ সংস্থার দোয়া মোনাজাত
পলাশ থেকেঃ
সারা দেশের সাংবাদিকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামণা করে দোয়া মোনাজাত করেছে নরসিংদীর পলাশ উপজেলা সংবাদ সংস্থা কমিটির সদস্যরা। রবিবার রাতে পলাশ উপজেলার সংবাদ সংস্থার কার্যালয়ে পলাশ উপজেলা প্রেসক্লাবের সিঃসহ সভাপতি আলহাজ্ব জাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ দোয়া মোনাজাত করেন, মাওলানা, মুফতি সাইকুল হাসিদ, আঃ রহিম। এসময় উপস্থিত ছিলেন
পলাশে অপহরণের দেড় মাস পরেও উদ্ধার হয়নি ৯ ম শ্রেণীর-ছাত্র রোমান
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTnb8OTBkX1I9Bwlb7lJdC8Wscf7pkHFt8XkbW3peUUNkPwd0LRDqcqkBvoeFx7nu4bH2ssAqvuuzcvTbMuZBkZMLF13bDQRXSbWyi0nykUIo5jlTRvSNRT1wdWUMMKgwFMj7A7cYcE4U/s1600/palash02.01.017.jpg)
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর হাই স্কুলের নবম শ্রেণীর-ছাত্র রোমান উজ্জামানকে অপহরণের দেড় মাস পরেও উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, গত ২৪/১১ /০১৬ ইং তারিখে বিকাল বেলা রোমানের বন্ধু অনিক (১৮) ও রাব্বি মিয়া (১৮) নামে দুই বন্ধু রোমানকে ব্যাডমিন্টন খেলার কথা বলে নিয়ে যায়, তার পর থেকে আর বাড়ি যাওয়া হয়নি রোমানের। এদিকে রোমানকে উদ্ধার করার জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরছে রোমানের মা শাহিনুর বেগম। ছেলে হারা অসহায় শাহিনুর বেগম জানান, বহুদিন যাবত জমি-জামা নিয়ে আমার আপন দেবর শফিকুলজ্জামান ভূইয়ার সাথে শত্রæতা চলতেছে। কয়েক বছর আগে আমার ¯^ামী খাদেমুজ্জামান ভূইয়া ঢাকায় পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি করার অবস্থায় অসুস্থ হয়ে যায় এবং তখন আমার দেবর শফিকুলজ্জামান আমার ¯^ামীকে সুস্থ করার কথা বলে আমাদেরকে না জানিয়ে নিয়ে যায়। তার পর অসুস্থ ¯^ামীকে চিকিৎসার কথা বলে
রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
পলাশে এমপি আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন খানের ৫৭ তম জন্মদিন পালন
পলাশে উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ
পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে উপজেলার সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে পলাশের সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন পলাশ পাইলট উচ্চ বিদ্যালয় ও চরসিন্দুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করে শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলোমগীর হোসেন। এদিকে উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য সৈয়দ জাবেদ হোসেন। এই সময় স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম ও আশাদউল্লাহ মনা সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে ঘোড়াশাল পৌরসভা মেয়র মোঃ শরীফুল হক ঘোড়াশাল নূর-মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)