বুধবার, ৩ আগস্ট, ২০১৬

পলাশে ইয়াবা ও গ্রাম পুলিশসহ আটক ২



                                                                                     পলাশ প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে ইয়াবাসহ সালাউদ্দীন (৩৫) নামে এক গ্রাম পুলিশ ও নুর-মোহাম্মদ (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার পলাশচর নামক স্থান থেকে তাদেরকে  আটক করা হয়। আটককৃতরা হলেন,  জিনারদী ইউনিয়নের পলাশচর গ্রামের মৃত আবদুল সাত্তার মিয়ার ছেলে ও গ্রাম পুলিশ সালাউদ্দীন একই এলাকার মৃত মজিবুল্লার ছেলে নুর-মোহাম্মদ। থানা সুত্রে জানা যায়, আটককৃত গ্রাম পুলিশ সালাউদ্দীন দীর্ঘদিন যাবৎ পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পলাশচর এলাকায় নুর-মোহাম্মদকে সাথে নিয়ে গ্রাম পুলিশের অন্তরালে গোপনে ইয়াবার ব্যবসা ও জুয়া চালাত  মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার এসআই মাহাবুব রহমান তাদেরকে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৮৫০ টাকাসহ আটক করে। এব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটককৃত নুর-মোহাম্মদের বিরুদ্ধে পলাশ থানায় আগেও মাদক আইনে একটি মামলা আছে এবং গ্রাম পুলিশ সালাউদ্দনের বিরুদ্ধে মাদক ও জুয়া চালানোর অভিযোগ দিয়েছিল এলাকাবাসী গতকাল রাতে তাদেরকে  আটক করা হয়। আটকৃত দুইজনের বিরুদ্ধে পলাশ থানায় মাদক আইনে মামলা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন