সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

পলাশে কিশোরী শারমিন হত্যার দুই মাসেও আসছে না ময়নাতদন্তের রিপোর্ট



নরসিংদী প্রতিনিধিঃ
 নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহরের কিশোরী শারমিন আক্তার(১৩)হত্যার দুই মাস পেরিয়ে গেলেও এই খুনের কোন রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। পুলিশের ভাষ্য, ঢাকা থেকে ময়নাতদন্তের রির্পোট না আসায় এই মামলার ব্যাপারে কিছু করতে পারছেনা। তাই তদন্ত কার্যক্রম স্থগিত রয়েছেন। নিহত পরিবারের দাবী, গরীব থাকায় কিশোরী শারমিন হত্যার ২ মাস পার হয়ে গেলেও মামলার কোন রহস্য উদ্ঘাটন করছে না পুলিশ। এবং পরিকল্পিত ভাবে হত্যা করে একটি মহল হত্যার ঘটনা ধামাচাপা দিতে অতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের দোহাই দিয়ে সময় পার করছে।
জানা গেছে, গত-১০ জুলাই ঘোড়াশাল ভূইয়ার ঘাট এলাকা থেকে শারমিন আক্তার(১৩)কিশোরীর লাস উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত কিশোরীর মা রুকসানা বেগম বলেন, ৯ জুলাই শনিবার আনুমানিক রাত ৯ টার সময় সে নিখোঁজ হয়। অনেক খোঁজা খোজির পর তাকে পরের দিন ভোর ৫ টায়  পাশ্ববর্তী একটি ঝোঁপে তার মৃত দেহ এলাকাবাসী দেখতে পায়।পরে তারা পলাশ থানা পুলিশকে জানালে, পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরন করে। লাশের গালায়,দুই পায়ে ও কোমরে অসংখ্য আঘাতের চিত্র দেখা গিয়েছিল তখন কিন্তু এখন ময়না তদন্তের রিপোর্ট আসতে এত সময় কেন? আপনারাই বলেন? আমি শুধু চাই আমার মেয়ের কি হয়েছিল তা জানতে। পুলিশ প্রশাসনের কাছে একটাই চাওয়া ময়না তদন্তের রিপোর্ট এনে আমার মেয়ের খুনের রহস্য উদ্ঘাটন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন