রবিবার, ২১ আগস্ট, ২০১৬

পলাশে বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ


0

 নরসিংদীর পলাশে ১৮ বছরের এক কিশোরী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতে ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড পলাশ বাজারের কলাবাগান নামক এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিত কিশোরী জনতা জুটমিলে বদলি শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনার সাথে জড়িত শাকিল নামে এক যুবককে আটক করে।
আটককৃত ব্যাক্তি পলাশ কুটির পাড়া এলাকার দেলু মিয়ার ছেলে। পুলিশ ও ধর্ষিত কিশোরীর সাথে কথা বলে জানা যায়, জুটমিলে কাজ করার সুবাদে কলাবাগান নামক এলাকায় ভাড়ায় বসবাস করে আসছে কিশোরী। শুক্রবার রাতে ঘরে বিদ্যুৎ চলে গেলে বাড়ির উঠানে বসা অবস্থায় ঐ কিশোরীকে মুখে কাপড় বেধে ৪ জন যুবক পার্শের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে পালাক্রমে ধর্ষণ করে। কিশোরীর আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে গেলে ধর্ষণকারিরা পালানোর সময় এলাকাবাসী শাকিল নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় মামালা নেওয়া হয়েছে। আটককৃত ব্যাক্তির স্বীকারুক্তিতে তার বন্ধু জুয়েল, বাবু ও সেলিমের নাম জানা গেছে । তাদের আটকে পুলিশি অভিযান চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন