নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় আন্তজেলার ডাকাত সাইফুল ইসলাম (৫০) নামে এক ডাকাতকে আটক করেছে পলাশ থানার পুলিশ। গতকাল বুধবার রাতে ঘোড়াশাল চরপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম পলাশ উপজেলার
জয়নঘর এলাকার মৃত্য খলিরুল রহমানের ছেলে। থানা সুত্রে জানা যায়, সাইফুল ইসলাম আন্তজেলার ডাকাত ছিলেন ওনার নামে নরসিংদী জেলা , চট্রগ্রাম জেলা, নোয়াখালি জেলা ও ময়মসিংহয় জেলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার এ এসআই সোহেল রানা তাকে আটক করে। এ ব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটককৃত সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ পালিয়ে ছিলেন ওনার বিরুদ্ধে আগের ডাকাতির ৫ থেকে ছয়টি মামলায় গেপ্তারি পরৌয়ানা আছে ঐ মামলাই ওনাকে আদালতে পাঠানো হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন