![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5kDSnJpESGc-0OYme2crx33ig74OC09uTsWYSmA5ZEVGhzESpppAeznpCFY1ACSRZyO1OdpZ0unSbrVy0c_dM2pI__2R2a_Y-T3EONTZsojjwm-4Qvp3Ym3yOv4GObnFVuFtjdEE_6WY/s1600/10997636_1551393528450950_7514178061858959727_n.jpg)
পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্চা সেবকদল সহ অংঙ্গসংগঠনের আয়োজনে গত সোমবার সন্ধ্যায় বিএনপির পলাশ উপজেলা কার্যালয়ে এ জরুরী সভা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ ও ড. মঈন খানকে শুভেচ্ছা জানানো হয়। ড. আবদুল মঈন খানের একান্ত সহকারী ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিলন্টের নেতৃত্বে উত্তসভায় সভাপতিত্ব করেন, বীর মুক্রিযোদ্ধা পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সভা পরিচালনা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসার সাইফুল হক।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংঠনিক সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আলহাজ্ব জাহিদ হোসেন, সহ সভাপতি এডঃ কানিস ফাতেমা, গোলাম মোস্তফা, হুমায়ুন মাষ্টার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি এম, এ ছাত্তার, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, উপজেলা যুবদলের সভাপতি নেছার আহাম্মেদ খান,সাধারণ সম্পাদক ছাইদুর রহমান হুমাইয়ুন, পৌরসভা সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলামিন ভূইয়া,সাধারণ সম্পাদক মনিরউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা বাগমার, উপজেলা সেচ্চা সেবকদলের সভাপতি আবুল কালাম দুধু সাধারণ সম্পাদক কাউছার গাজী। উপজেলা ছাত্রদলের সভাপতি এডঃ বাছেদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পৌর ছাত্রদলের সভাপতি মুকবুল মোর্রশেদ রতন, সাধারন সম্পাদক নাজমুল হোসেন সোহেল, পলাশ শিল্পঞ্চল কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ খন্দকারসহ বিএনপির সকল অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমর্থক ও জনসাধারণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন