পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় আব্দুল বারেক মিয়া (৪৮) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল বারেক মিয়া দক্ষিণ দেওড়া গ্রামের
মৃত রহিম উদ্দিনের ছেলে। পলাশ থানা সুত্রে জানা যায়, আব্দুল বারেক মিয়া চুরি করতে গিয়ে গৃহবধূকে কুপিয়ে গুরুত্বর আহত করার অভিযোগে পলাশ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় আব্দুল বারেক মিয়াকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। ওই মামলায় আদালত থেকে জামিন নিয়ে বারেক মিয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল। পলাতক থাকা অবস্থায় আদালত তাকে দশ বছরের সাজা প্রদান করে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিত্বে পলাশ থানার এসআই মীর তহুরুল ইসলাম তাকে আটক করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন