শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭

মনোহরদীতে ডিএফইডি’র আয়োজনে সমৃদ্ধি ফুটবল টুর্নামেন্ট ২০১৭ অনুষ্ঠিত



মনোহরদী প্রতিনিধিঃ
ঢাকা আহ্ছানিয়া মিশনের ডাম ফাউন্ডেশন (ডিএফইডি) এর আয়োজনে নরসিংদী মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের যুবফোরামদের নিয়ে সমৃদ্ধি ফুটবল টুর্নামেন্ট ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের নারান্দী চীন মৈত্রী কমপ্লেক্স মাঠে ফুটবল টুনামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে শুকুন্দী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবফোরম ৭ নংওয়ার্ড যুবফোরাম দলকে ২-১ গোলে পরাজীত করে বিজয়ী হয়। টুনামেন্ট শেষে বিজয়ী দলের মাঝে চ্যাম্পিয়ান ট্রফি তোলে দেন নরসিংদী মনোহরদী-বেলাবো আসনের এমপি অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহিদ উল্লাহ, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, হেড
অব ডিএফইডি মোঃ আসাদুজ্জামান, শুকুন্দী ইউনিয়ন চেয়ারম্যান ছাদিকুর রহমান শামীম প্রমুখ।
এর আগে সকালে ডাম ফাউন্ডেশনের উদ্দ্যোগে ইউনিয়নের স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, দৌঁড়, গণিত দৌঁড়, মোরগ লড়াই, দড়ি লাফ, ছড়া ও কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য একক ও দলীয় এবং বিভিন্ন ইভেন্ট সম্বলিত ক্রীড়া , সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হেড অব ডিএফইডি মোঃ আসাদুজ্জামান জানান,  ডিএফইডির সমৃদ্ধি কর্মসূচির আওতায় অন্যান্য কার্যক্রমের পাশাপাশি ‘উন্নয়নে যুব সমাজ’ কার্যক্রম বাস্তবায়ন করছে। যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধকল্পে যুব সমাজকে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, স্বচ্ছাশ্রম, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পরবর্তীতে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে সহযোগিতা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ মননশীল কার্যক্রমে সম্পৃক্ত করে সমাজ তথা দেশের টেকসই উন্নয়নে উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে নিয়ে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুবকদের নিয়ে ৯টি যুবফোরাম গঠন করা হয়। মাসব্যাপি ফুটবল টুনামেন্ট খেলা শেষে বৃহস্পতিবার এর ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন