পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। খোয়া গেছে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ¯^র্ণালংকার ও কাপড় চোপড়। ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার রাতে নরসিংদী শহর থেকে মনির হোসেন ও আমির হোসেন নামে দুই ডাকাতকে মালামাল সহ আটক করে। আটককৃত মনির হোসেন নরসিংদীর সদর ঘোড়াদিয়া এলাকার আব্বাস আলীর ছেলে ও আমির হোসেন নরসিংদীর বেলাব উপজেলার চরবাঘবেড় এলাকার মৃত হযরত আলীর ছেলে।
ঘটনার সরেজমিনে জানা যায়, বুধবার রাত প্রায় পৌনে দুই টায় ১০/১৫ জনের একটি ডাকাত দল পলাশের পারুলিয়া গ্রামের নুরুল ইসলাম মাস্টারের মৃত ছেলে ফররুখ আহম্দে এর বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়।
বাড়ির লোকজন জানান, মধ্য রাতে দশ পনের জনের একটি ডাকাত দল প্রথমে বারান্দার কলাপসিবল গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে মুখোশধারী ৭/৮ জন ডাকাত দরজার সিটকিনি ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে ছোড়া দেখিয়ে ভেতরে থাকা লোকজনকে জিম্মি করে । এসময় বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা লোহার রড দিয়ে তাদের মারধোর করে । এতে বাড়িতে থাকা গৃহকত্রী রোকেয়া বেগম (৫৫), তার মেয়ে মিলা আক্তার (২০), সুমন (২৫) আহত হয়। প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে ডাকাতরা ঘরে থাকা প্রায় ৩৪ ভরি ¯^র্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা ৭টি মোবাইল স্যাট নিয়ে পালিয়ে যায়।
ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পারুলিয়া মোড় এলাকা থেকে এক আমির হোসেন নামে এক ডাকাতকে আটক করে স্থানীয় জনতা। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ডাকাতের তথ্যমনে নরসিংদী শহর থেকে আরো মনির হোসেন নামে আরেক ডাকাত সদস্যকে মালামাল সহ আটক করে পলাশ থানা পুলিশ।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পারুলিয়া এলাকায় এই ঘটনা শোনার পর সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আটককৃত একজনের তথ্যমনে আরো এক জনকে আটক করেছি তার কাছ থেকে পনে আটভরি ¯^র্ণালংকার উদ্ধার করা হয়েছে। বাকি ডাকাতদের আটকের চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন