শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

মিয়ানমারে মুসলিম হত্যার প্রদিবাদে পলাশে বি¶োভ মিছিল




নূরে-আলম রনী,
মিয়ানামারে নির্মমভাবে মুসলমানদের হত্যার প্রতিবাদে বি¶োভ মিছিল করছে নরসিংদীর পলাশ উপজেলা আল খিদমা ওলামা পরিষদ। আজ শুক্রবার বাদ আছর পলাশ ওয়াপদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বিএডিসি বাসষ্ট্যান্ড চত্তর অতিক্রম করে। বি¶োভ মিছিল শেষে সং¶িপ্ত বক্তব্য রাখেন আল-খিদমা ওলামা পরিষদের নেতৃবৃন্দ। এসময় বক্তারা অবিলম্বে মিয়ানমার হতে আগত
নির্যাতিত মুসলমানদের কে আশ্রয় দেয়ার জন্য আহবান জানান এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এককাতারে এসে প্রতিবাদ মূখোর হয়ে জাতিসঙ্গের মাধ্যমে উক্ত বর্বরতার বিচারের দাবী জানান এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন মিয়ানমার মুসোলমানদের পাশে দাঁড়িয়ে বিচারের ব্যবস্থা করার জন্য জরুরী পদক্ষেপ নেন। বক্তাগন অনতিবিলম্বে এ হত্যাকান্ড বন্ধ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার দাবী জানান। বি¶োভ মিছিলে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আল-খিদমা ওলামা পরিষদ এর সভাপতি মাওলানা মোঃ হেদায়েতুল ইসলাম, সহ-সভাপতি মুফতি সাইকুল হাদিস আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন, সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ ইউসুফ, আলহাজ্ব মাওলানা মোঃ মানছুর, ক্বারী মোঃ ঈসমাইল, মাওলানা মোঃ জহির উদ্দিন, মাওলানা মোঃ ইউনুস, শতশত ওলামায়ে কেরাম, হাজার হাজার জনগন ও কওমী মাদ্রাসার ছাত্ররা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন