নরসিংদী প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আজ শনিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টি পারপাস অডিটরিয়ামে সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৩২ তম মৃত্যু বার্ষিকীর ¯^রণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশের মানুষ আজ প্রতিনিয়ত গুম, খুন হচ্ছে। সময় এসেছে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে গণতন্ত্র ফিরিয়ে আনার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে
বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার মুক্তাদির, সাবেক সংসদ সদস্য নিলুফা চৌধুরী মনি, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহম্মেদ খোকন, নিবার্হী কমিটির সদস্য খালেদা ইয়াছমিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা, নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ইরান, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ, বেলাব উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, জেলা যুবদলের আহবায়ক মহসীন হোসেন বিদ্যুৎ, কেন্দ্রীয় নেতা এমএ কাইয়ুম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহম্মেদ, শিবপুর থানা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, পলাশ থানা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারন সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন