নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রঙ্গীন মিলনমেলার আয়োজন করেছে নরসিংদীর পলাশ উপজেলার ব্রাজিল সমর্থকরা। সন্ধ্যা হলেই উপজেলার ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার সামনে বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম থেকে আসতে শুরু করে ফুটবল বিনোদন প্রেমি মানুষরা। আর যেদিন ব্রাজিলের খেলা থাকে সেদিন তো কোন কথাই নেই, হাজারও ব্রাজিল সমর্থকদের উপস্থিতত্বে পরিণত হয় মিলনমেলায়। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতে উঠতে নিজ অর্থায়নে ইউরিয়া সার কারখানার প্রধান ফটকে বড় পর্দা ও প্রায় হাজারও দর্শকের বসার ব্যবস্থা করেছেন পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফেন্ডস্ জাগরণী সংসদের সভাপতি আল-মুজাহিদ হোসেন তুষার।
তিনি নিজেও একজন ব্রাজিল সমর্থক। সমর্থকদের চাওয়া, রাশিয়া বিশ্বকাপ জিতে 'হেক্সা' পূর্ণ করবে ব্রাজিল। একইসঙ্গে, ব্রাজিলকে রোল মডেল ধরে এগিয়ে যাবে দেশের ফুটবল। একদিন বাংলাদেশও খেলবে বিশ্বকাপে, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের আবেদন এদেশে যুগান্তকারী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসলেই দেখা যায় বিভিন্ন দলের সমর্থকদের পছন্দের দলগুলোর প্রতি ভালোবাসা। পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার বলেন,কেবল ব্রাজিল সমর্থনেই থেমে থাকা নয়। বিশ্বমঞ্চে বাংলাদেশকে খুঁজে পাওয়াই ফুটবল সমর্থনের মূল উদ্দেশ্য। ফুটবলের প্রতি এদেশের মানুষের ভালোবাসায় কখনোই কমতি ছিলনা। একদিন বাংলাদেশও খেলবে বিশ্বকাপে, এমনটাই প্রত্যাশা করেন তিনি।
What are the types of roulette wheels in casinos?
উত্তরমুছুনThere are five types of roulette wheels, but kbo 분석 no wheel; there 토토사이트신고 are 실시간 스포츠 배팅 a number of 슬롯머신 게임 roulette 바카라양방 wheels. There are a number of variations of this wheel. Roulette Wheel: Variations of