সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

পলাশে থানা গেইটে সাটার ভেঙে দোকানে চুরি



পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় থানার প্রধান গেইটের পাশে সাটার ভেঙে এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দোকানের সিগারেট, নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে বলে দোকান মালিক জানায়। রোববার রাতে পলাশ থানার গেইটের পাশেই অবস্থিত রিপন স্টোর নামে ওই দোকানে চুরির ঘটনাটি ঘটে। দোকান মালিক রিপন মিয়া জানান, প্রতিদিনের মতো রোববার রাতেও দোকান
বন্ধ করে বাসায় ফিরেন তিনি। সোমবার সকালে দোকান খুলতে এসে দেখেন কে বা কারা সাটার ভেঙে দোকানে চুরি করেছে। পরে তিনি বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। তিনি আরো জানান, বছর তিন আগেও একই স্থানে তার দোকানে চুরির ঘটনা ঘটে। তখনকার চুরির ঘটনায় থানায় অভিযোগ করার পরেও এর কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
এব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, থানা গেইটের সামনে চুরির বিষয়টি আমার জানা নেই। তবে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন