
নরসিংদীর রায়পুরায় স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়ির আঙ্গিনায় অনশনে নেমেছে সীমা নামে এক নববধূ। বুধবার সন্ধা থেকে এ অনশন চালিয়ে যাচ্ছেন এই নববধূ। ২০ লক্ষ টাকা যৌতুকের দাবীতে নববধূকে স্বামীর বাড়িতে তুলে নিচ্ছেনা শশুরবাড়ীর লোকজন। বাড়ীতে গেলে শশুর বাড়ীর লোকজন তার উপর নির্যাতন চালানো হয়। দেবর, ননদ ও শাশুরী সীমা আক্তারকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন তাদের বাড়ীতে ভিড় জমায়। ভৈরব জিল্লুর রহমান মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের ২য় বর্ষের ছাত্রী সীমা আক্তার রায়পুরার সাহেরচর গ্রামের মিলন মিয়ার মেয়ে।