বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

আজ সাংবাদিক রনীর শুভ জম্মদিন


নিজ¯^ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলা সংবাদ সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি নূরে-আলম রনীর আজ বৃহস্পতিবার শুভ জম্মদিন। ১৯৯১ সালের ২ ফেব্রæয়ারিতে
 জম্ম গ্রহন করেন রনী। তিনি প্রায় ৬ বছর থেকে এ সাংবাদিক মফ¯^লের সুবিধা বঞ্চিত মানুষ,উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের জন্য কাজ করে আসছেন। তৃণমূলে কাজ করা এ কলম সৈনিক ইতিমধ্যে সংবাদের বস্ত্রনিষ্ঠতায় পাঠকের আস্থা অর্জন করেছে। সত্য উদঘাটনের জন্য কাজ করা সাংবাদিক নূরে-আলম রনীর জম্মদিনে উপজেলা সাংবাদিকগণ, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ উপজেলা শাখা ও নরসিংদীর তাজা খবর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন